Posts

Showing posts from February, 2021

ব্যবহার করুন Spotify Premium একদম ফ্রি তে! বাংলাদেশে থেকেই।একদম সহজে।

Image
Spotify  হলো বিশ্বের অন্যতম সেরা মিউজিক এপ। বিভিন্ন দেশে এর বৈধতা থাকলেও বাংলাদেশে নেই।অনেকেই অনেক মোড এপ্স ইউজ করেছেন। কিন্তু ভিপিএন কানেক্ট করার পরে প্রক্সি সার্ভার ডিটেক্ট করে। ফলে এপ্স এ প্রবেশ করতে পারেন না। আশা করি আজকের এপ্স এ কোনো সমস্যা হবে না। আমি অনেক দিন ধরে ব্যবহার করছি এবং অনেককে ব্যবহার করতে সাহায্য করেছি। মিউজিক লাভার দের জন্য  আজকে নিয়ে এলাম আপনাদের কাছে স্পটিফাই প্রিমিয়াম। তাও আবার একদম ফ্রি তে। আর ট্রিক বিডি তে এটি আমার প্রথম পোষ্ট। সবাই আমার জন্য দোয়া করবেন। চলুন শুরু করা যাক প্রথমেই আপনাকে একটি VPN ডাউনলোড করতে হবে এবং USA Server সিলেক্ট করতে হবে। Connct a vpn with USA server তারপর এই এপটি ডাউনলোড করুন। এখানে তারপর ভিপি এন অন থাকা অবস্থায় Continue with mail দিন।তারপর একটি ভ্যালিড মেইল বসিয়ে দিন। পাসওয়ার্ড দিন। তারপর নাম এবং জন্মতারিখ সিলেক্ট করুন। ব্যাস কাজ শেষ।এবার অটমেটিক লগ ইন হয়ে যাবে স্পটিফাই এ। একদম হাই কোয়ালিটির সাউন্ড পেতে সেটিংস থেকে Very High  করে দিন।   বি:দ্র: স্পটিফাই এর লগ ইন পেইজে স্ক্রিনশট তোলা যায় না। তাই স্ক্রিনশট...

খুব সহজেই এক মিনিটে তৈরি করুন Vector Art! শুধু মাত্র মোবাইল দিয়ে

Image
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ভেক্টর Art খুবই জনপ্রিয়। বহুল প্রচলিত এ ভেক্টর Art কিছু দিন আগেও শুধু মাত্র মোবাইল ইউজার দের কাছে ধরাছোঁয়ার বাহিরে ছিলো। কারণ ভেক্টর Art এডবি ইলাস্ট্রেটরের সাহায্যে প্রফেশনাল রা করে থাকে। অনেকে ফোন দিয়ে এডবি ড্র বা অটোডেস্ক স্কেচবুক দিয়ে করে কিন্তু তা যথেষ্ট সময় সাপেক্ষ এবং ভালো দক্ষতা না থাকলে করা প্রায় অসম্ভব। কিন্তু কোনো প্রকার দক্ষতা ছাড়া মাত্র ১মিনিটে Vector Art, ‘Photo Lab’ এই এপ্স টি দিয়েই করা যায়। এ ছাড়াও বিভিন্ন এপ্স এর সাহায্যে করা গেলেও আজকের আলোচনার বিষয় জনপ্রিয় এপ্স Photo Lab. চলুন শুরু করা যাক, প্রথমে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন দিয়ে নিন। তারপর  https://ift.tt/3aoI1ik এই লিংক থেকে Photo Lab Pro Moded Version ডাউনলোড করে নিন। এ ক্ষেত্রে আপনার ছবিতে কোনো ফটোল্যাবের ওয়াটার মার্ক থাকবে না। এপ্স টি অপেন করুন। Search Option এ যান Search করুন ‘Vector’ প্রথম টি সিলেক্ট করুন   তারপর এমন ইন্টারফেস আসবে। পছন্দ মতো সিলেক্ট করুন একটি। আমি এটি সিলেক্ট করলাম। তারপর একটি প্রাইমারি ফটো সিলেক...

সোর্চ কোড ভিয়ু করার জন্য অসাধারণ একটা এপ্স। এখন সাইট হবে আরো আকর্ষণীয়!

Image
আমরা অনেকে ওয়েব সাইট তৈরি করতে চাই বা তৈরি করি এবং সেটা সঠিক কোড এর জন্য আমাদের মনের মত করতে পারি না। আজকের এপ্স টা দ্বারা আপনি আপনার মনের মত ওয়েব সাইট তৈরি করতে পারবেন! মানে অন্যের সাইট এর কোড আপনি খুব সহজে চুরি করে তা আপনার সাইট এ বসাতে পারবেন! আমি এটা নিয়ে অনেক খুজাখুজির পর খুব সুন্দর একটা এপ্স পাই। যেটা আমার কাছে খুব ভালো লেগেছে! যার কারণে আপনাদের কাছে শেয়ার করা,আশা করছি আপনাদের ও ভালো লাগবে! যদি লাগে এপ্স টা ডাউনলোড করতে পারেন ডাউনলোড লিংক ওপেন করার পর, আপনি যে সাইট এর কোড কপি করবেন সে সাইট এর এড্রেস লিখুন দেখুন সমস্ত কোড আপনার সামনে এসে যাবে যদি আপনার ফুল সাইট এর কোড না দরকার হয়, সেক্ষেত্রে আপনি সাইটের যে পেজ টার কোড দরকার সে পেজটার লিংক টা বসান আমি Trickbd’র সাইন-আপ পেজ টা নিলাম দেখুনন এখন শুধু মাত্র সেই পেজ টারই কোড দেখাবে পুরো সাইট এর না! এখন আপনার যে কোড টুকু প্রয়োজন সেটুকু চাপ দিয়ে কপি করে আপনি আপনার কাজ সারতে পারেন এছাড়াও আপনি যদি আপনার নির্দিষ্ট কোড খানা খুজে না পান সেক্ষেত্রে আপনি মেনু বার থেকে সার্চ এ গিয়ে আপনার কাক্ষিত কোডের নাম লিখলেই তা আ...

[Must See] Unlimited Temporary Email জেনারেট করুন লাইফটাইমের জন্য Telegram এর মাধ্যমে। সাথে থাকছে কাস্টম নেম এর সুবিধা🔥

Image
হ্যালো কেমন আছেন সবাই। আজকে এমন একটি Telegram বটের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনারা আনলিমিটেড Temporary Email বানাতে পারবেন এবং সেগুলা বিভিন্ন ভেরিফিকেশনের কাজে ব্যবহার করতে পারবেন এমনকি কাস্টম নাম ও ব্যবহার করতে পারবেন > ইমেইলের ডিফল্ট ডোমেইন হিসাবে পাচ্ছেন দুইটা ডোমেইন 1. hi2.in 2. telegmail.com কাস্টম ডোমেইন ব্যবহারের ও সুবিধা আছে। [ চাইলে সেটা নিয়ে আরেকটা পোস্ট করতে পারি] Telegram Download Bot Link তাহলে শুরু করা যাক। প্রথমে Start এ ক্লিক করতে হবে। তার পর /generate কমান্ড দিতে হবে বা screenshot এ দেখানো জায়গায় ট্যাপ করতে হবে। এবার নিচের ছবির মত আপনার র‍্যান্ডমলি জেনারেটেট মেইলের উপর ট্যাপ করে রাখতে হবে এবং তার পর কপি করে নিতে হবে। এখন আপনি এই মেইলটি ব্যবহার করতে পারবেন। এখন দেখি মেইল টা কাজ করে কিনা। আমি আমার একটা মেইল থেকে একটা মেইল পাঠাচ্ছি ওই temp mail এ। মেইল পাঠালে বা কোন ভেরিফিকেশন মেইল আসলে সেটা বট দেখাবে। [নিচের ছবিতে] এভাবে আপনি /generate কমান্ড দিয়ে আরো র‍্যান্ডম নেমের মেইল জেনারেট করতে পারবেন। আর /id কমান্ড দিয়ে সেগুলা দেখতে পারবেন। 🟧...