গুগল ক্রোমের নতুন ফিচারে নিরাপত্তাঝুঁকি.

WizBD.Com
য়েব ব্রাউজার গুগল ক্রোমের নতুন ভার্সন নিয়ে আসার পরের দিনই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গবেষকরা নতুন এই ভার্সনের ফিচার নিয়ে সবাইকে সচেতন করছেন। সেই ফিচারের কারণে গোপনীয়তা ঝুঁকি তৈরি হবে এমনটাই মন্তব্য তাদের।

যুক্তরাষ্ট্রকেন্দ্রিক ব্রেভ ওয়েব ব্রাউজারে কর্মরত গবেষকদের দাবি, ক্রোমের সাম্প্রতিক আপডেট ভার্সন হচ্ছে গুগল ক্রোম ৮০। যেটা ফেব্রুয়ারির ৪ তারিখে নিয়ে আসা হয়। সেটাই গোপনীয়তা ঝুঁকিতে ফেলছে কারণ সেটা সচল করার আগে গুগল জানাচ্ছেও না।
অনলাইন রিপোর্ট অনুসারে, স্ক্রল টু টেক্সট ফ্র্যাগমেন্ট নামের এই ফিচারটি ২০১৯ সালের ‍শুরুতে প্রতিষ্ঠানটি বানাতে শুরু করে। এর কারণে ওয়েব পেজে ডেভেলপারের সঙ্গে পুরো লিংক দেয়ার বদলে একটি শব্দ বা বাক্য ব্যবহার করেই কোনো কিছু খোঁজা যাবে। কিন্তু এর মাধ্যমে শেয়ার করা লিংকটির কারণে অন্যান্য পাঠকরা সেই ওয়েব পেজের নির্দিষ্ট বিভাগে চলে যাবে যেটাতে ডেভেলপার নিজে গুরুত্ব দিতে চান।
যাই হোক এভাবে, সেবা প্রদানকারী এবং অন্যান্যদের কাছে ব্যবহারকারীর এসব সম্পর্কিত কিছু তথ্য মুক্ত হয়ে পড়ার ভয় থাকে। আর সংবেদনশীল তথ্য যেমন মেডিকেল তথ্যের ক্ষেত্রেতো সমস্যাটা আরো বেশি।
মাইক্রোসফটের সহায়ক গিটহাব জানায়, এই ফিচার ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীকে একটি বিশেষ ইউআরএল তৈরি করতে হবে 2
এর মাধ্যমে। ওয়েবসাইটে আরো বলা হয়, কিন্তু স্ক্রল টু টেক্সট ফ্র্যাগমেন্ট খুবই কাজের জিনিস ইচ্ছামাফিক কিছু ওয়েবপেজের ক্ষেত্রে।
ব্রেভ ওয়েব ব্রাউজারের সিনিয়র রিসার্চার পিটার স্যান্ডার বেশ কয়েকটি অনলাইন পোস্ট দেন। সেখানে তিনি অভিযোগ তোলেন, স্ক্রল টু টেক্সট ফ্র্যাগমেন্ট ফিচারটি খুবই গুরুত্বপূর্ণ। তবে সেটা গোপনীয়তায় আক্রমণ করতে পারে নতুন কিছু পর‌্যবেক্ষকের কাছে নতুন তথ্য মুক্ত করে দিয়ে।
যেমন ধরা যাক, আমি ডিএনএস ট্রাফিক(উদাহরণস্বরূপ) দেখতে পাই এবং সেই কোম্পানির হেলথ পোর্টালে একটি লিংক পাঠালাম। সেটাতে #:~:text=cancer দিয়ে দিলাম। কিছু নির্দিষ্ট পেজের চিত্র দেখে আমি হয়তো বলে দিতে পারবো, সেই কর্মীর ক্যান্সার আছে কিনা। পেজের নিচের দিকে যেসব পৃষ্ঠা আছে সেগুলোর সংস্থান দেখে এই অনুমান করা যাবে।
স্যান্ডার যোগ করেন, এই ফিচারটিকে সব সাইটের জন্য বাই ডিফল্ট করে দিলে সব সাইটের গোপনীয়তা ঝুঁকির মধ্যে পড়ে যাবে।
একই ধরনের পোস্টে মজিলা ফায়ারফক্সের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ডেভিড ব্যারন এই ফিচারের উন্নয়নের বিরুদ্ধে সতর্ক করেন। তিনি লিখেন, খুবই গুরুত্বপূর্ণ ফিচার এটি সেটা ঠিক, কিন্তু কিছু সম্ভাব্য সমাধানও এটি যেখানে বড় বড় বিষয় বা সমস্যা নিহিত আছে। তাই আমার মনে হয় সমাধানের সমস্যাগুলোর সঙ্গে অন্য অপশনের সমস্যার কিভাবে ‍তুলনা করা চলে। একই ভাবে ফিচারটির মূল্যকেও কিভাবে তুলনা করা চলে।
ক্রোম ৮০ ভার্সন নিয়ে অনলাইন রিপোর্টে গুগল জানিয়েছে, তাদের পরের ভার্সন গুগল ৮২তে এই বিষয়টি নিয়ে ভাবা হয়েছে। এই মাসের শুরুতে চালু করা ক্রোম ৮০ ক্রস সাইট ট্র্যাকিং করে থাকে যেটা কুকিসের দুর্বলতার কারণে ঝুঁকিতে পড়া নিরাপত্তা রক্ষা করতে পারে।
এ পোষ্ট প্রথম প্রকাশ, এখানে
[bg=red] নিচে দেখুন,[/bg]
Imtiazblog.com এ রেজিঃ করে প্রত্যেকটি পোষ্ট এ ১০-৫০ টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও অন্যান্য ভাবে এ সাইট থেকে ইনকাম করা যাচ্ছে, তাই দেরী না করে এখন ই রেজিঃ করুন।
[bg=yellow]ধন্যবাদ [/bg]


from WizBD.Com
Source url: https://ift.tt/2w4sEtH
Tags: Bangla Jokes, Jobs
পোষ্ট ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পাইজ এ লাইক দিবেন। আমরা সকল পোষ্ট ফেসবুক এ শেয়ার করে থাকি।

Comments

Popular posts from this blog

How to add a character counter Tool in Blogger? Complete Tutorial

আর নয় HTML কোড । এবার ওয়াপকিজ ফিসিং সাইট থিম নিয়ে আসলাম ট্রিকবিডিতে!!

How to add One Click Copy all Code from Code Box in Blogger?