ইসলামিক জীবন-যাপনে প্রয়োজনীয় প্রশ্ন ও উওর (পর্ব-৪)

আসসালামু আলাইকুম বন্ধুরা,তোমরা সবাই কেমন আছ?
চলে আসলাম পছন্দের এই সাইটে।আজকে আমরা আলোচনা করবো,ইসলামিক জীবন-যাপনে প্রয়োজনীয় কিছু প্রশ্ন এবং উওর নিয়ে।
১.দাঁড়াতে অক্ষম ব্যক্তি বসে নামায আদায় এর নিয়ম আছে কি?
উওর:দাঁড়াতে অক্ষম ব্যক্তি বসে নামায আদায় করবে।(দেখুন-তাবয়ীনুল হাকায়িক)20191127_3566320422897212085২.রুকু,সিজদায় অক্ষম ব্যক্তি দাঁড়িয়ে ইশারা করে নামায পড়বে না বসে ইশারায় পড়বে?
উওর:স্বাভাবিকভাবে আদায়ে অক্ষম ব্যক্তির জন্য দাঁড়িয়ে ইশারায় নামায পড়ার চেয়ে বসে ইশারা করে নামায পড়া উত্তম।(দেখুন-ফাতাওয়ায়ে খানিয়া)
৩.একজন অসুস্থ ব্যক্তি থেকে নামায কখন মাফ হয়ে যায়
উওর-কোন ব্যক্তি যদি ইশারা করেও নামাজ পড়তে অক্ষম হয় তাহলে তার থেকে নামায মাফ হয়ে যাবে।(দেখুন-ফাতাওয়ায়ে আলমগীরী)
৪.একজন সুস্থ ব্যক্তি কাযা নামাযের কাফফারা দিতে পারবে কি না?
উওর-নামায কাযা হয়ে গেলে পরবর্তিতে তা আদায়ের সক্ষম হলে অবশ্যই আদায় করে নিতে হবে।(দেখুন-ফাতওয়ায়ে আলমগীরী)
৫.বিতরের নামায ফরজ না ওয়াজিব?
উওর-বিতরের নামায ওয়াজিব এবং তিন রাকায়াত(দেখুন-মায়ারিফুস্ সুনান)
৬.কেউ দোআয়ে কুনুত না পারলে কি করবে?
উওর-দোআয়ে কুনুত না জানলে যত দ্রুত সম্ভব তা মুখস্ত করে নিবে।(দেখুন-রদ্দুল মুহতার)
৭.জুমার খুৎবা শুনার হুকুম কি?
উওর-জুমার খুৎবা মনোযোগের সাথে শ্রবণ করা ওয়াজিব।এসময় অন্য যে কোন কাজ কর্ম,কথা বলা এমনকি নামায পড়াও কবীরা গুনাহ্।(দেখুন-ফাতহুল কাদীর)

তো বন্ধুরা আজ পর্যন্তই,পরবর্তীতে আরও নতুন নতুন প্রশ্ন ও উওর নিয়ে হাজির হব আপনাদের সামনে।


from WizBD.Com
Source url: https://ift.tt/34CckMS
Tags: Books Free Download PDF, Bangla Jokes, Jobs
পোষ্ট ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পাইজ এ লাইক দিবেন। আমরা সকল পোষ্ট ফেসবুক এ শেয়ার করে থাকি।

Comments

Popular posts from this blog

How to add a character counter Tool in Blogger? Complete Tutorial

আর নয় HTML কোড । এবার ওয়াপকিজ ফিসিং সাইট থিম নিয়ে আসলাম ট্রিকবিডিতে!!

How to add One Click Copy all Code from Code Box in Blogger?