অভিবাসী শ্রমিকদের জন্য হটলাইন পরিষেবা চালু হয়েছে
সরকার আজ অভিবাসী কর্মীদের নিরাপত্তা ও সুবিধার্থে একটি হটলাইন পরিষেবা উদ্বোধন করেছে।
ঢাকায় এক যৌথ প্রকল্পের একটি কর্মশালায় বক্তারা বলেছেন, এখন থেকে প্রত্যাবাসী এবং সম্ভাব্য অভিবাসী কর্মীরা পুনরায় সংহতকরণ, রেফারেল সহায়তা +০৮০০০১০২০৩০ (টোল ফ্রি) এবং +০৯৬১০১০২০৩০ ডায়াল করে তথ্য পেতে সক্ষম হবেন।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং ব্র্যাক এই কর্মশালার ব্যবস্থা করেছিলেন।
ব্র্যাকের সাথে অংশীদারিত্ব করে আইওএম ‘বাংলাদেশ: টেকসই পুনরায় সংহতকরণ এবং উন্নত মাইগ্রেশন গভর্নমেন্ট-প্রথমতাশা’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে।
সরকারের নেতৃত্বে, প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দ্বারা অর্থায়ন করা হয়।
এই উদ্যোগটি প্রত্যাবাসিত অভিবাসী, তাদের পরিবার, সম্প্রদায়ের লোক, প্রাসঙ্গিক স্টেকহোল্ডার এবং সম্ভাব্য অভিবাসীদের দৈনিক টোল-ফ্রি পরিষেবা ১৬ ঘন্টা (প্রতিদিন সকাল ৭:০০ থেকে রাত ১১:০০ টা) উপভোগ করতে সক্ষম।
অনুষ্ঠানে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, প্রকল্প শেষ হওয়ার পরে ব্র্যাক হটলাইন পরিষেবা চালিয়ে যাবে।
from WizBD.Com
Source url: https://ift.tt/34NwRNP
Tags: Books Free Download PDF, Bangla Jokes, Jobs
পোষ্ট ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পাইজ এ লাইক দিবেন। আমরা সকল পোষ্ট ফেসবুক এ শেয়ার করে থাকি।
Comments
Post a Comment