নভেম্বর মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অর্ধ মিলিয়ন কমেছে
বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে সক্রিয় ইন্টারনেট সংযোগের সংখ্যা ৯৯.৫৭ মিলিয়ন থেকে ০.৫১ মিলিয়ন কমেছে।
বিটিআরসি আজ তার প্রতিবেদনে জানিয়েছে, হ্রাসের কারণে, এই বছরের নভেম্বর শেষে সক্রিয় ইন্টারনেট সংযোগের সংখ্যা ৯৯.০৬ মিলিয়নে পৌঁছেছে।
অক্টোবর পর্যন্ত, সক্রিয় মোবাইল ইন্টারনেট সংযোগের সংখ্যা ছিল ৯৩.৭৯ যা নভেম্বর মাসে কমে ৯৩.৩২ এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্যদিকে, ফিক্সড ইন্টারনেট সংযোগগুলি নভেম্বর মাসে ১০,০০০ বৃদ্ধি পেয়ে ৫৭.৩৯ মিলিয়নে পৌঁছেছে, তবে ওয়াইম্যাক্স সংযোগগুলি এক মাস আগে ৩৮,০০০ থেকে ৫,০০০ কমেছে।
from WizBD.Com
Source url: https://ift.tt/2ror3gh
Tags: Books Free Download PDF, Bangla Jokes, Jobs
পোষ্ট ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পাইজ এ লাইক দিবেন। আমরা সকল পোষ্ট ফেসবুক এ শেয়ার করে থাকি।
Comments
Post a Comment