কাট, কপি এবং পেস্ট এর জনকের মৃত্যু
কম্পিউটার বিজ্ঞানী ল্যারি টেসলার হচ্ছেন কম্পিউটারে বহুল ব্যবহৃত Cut, Copy এবং Paste এর উদ্ভাবক।
চিকিৎসাধীন বিছানায় দীর্ঘ সময় থাকার পর গত ১৭ তারিখ তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁয় বয়স ছিল ৭৪ বছর। এদিকে, ল্যারির সর্বশেষ নিয়োগকর্তা জেরক্স দীর্ঘদিন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ষাটের দশকে কম্পিউটার খুব বেশি জনপ্রিয় না হলে লিলি সিলিকন ভ্যালিতে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। যদিও তিনি স্টিভ জবস বা বিল গেটসের মতো বিখ্যাত হতে পারেন নি, ল্যারি একটি বন্ধুত্বপূর্ণ কম্পিউটার সিস্টেম প্রবর্তনের ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ হিসাবে সুপরিচিত।
ল্যারির প্রতি শ্রদ্ধা জানিয়ে জেরক্স তাঁর বিপ্লবী চিন্তাধারাকে ধন্যবাদ জানিয়েছিলেন যা আপনার কাজকে আরও সহজ করেছে। টেক সংস্থায় কাজ করার সময়, তিনি সর্বদা ব্যবহারকারীর জন্য সহজ পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করেছেন।
আমরা যে আজ কম্পিউটার ব্যবহার করছি এবং কম্পিউটারে Control + X (Cut), Control + C (Copy), Control + V (Paste) কমান্ড করে কাজগুলি আরোও দ্রুততার সহিত করছি তার সম্পূর্ন ক্রেডিট ল্যারি’র।
১৯৪৫ সালের নভেম্বরে নিউইয়র্কে জন্ম ল্যারির। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করেছিলেন তিনি। তারপরে তিনি ইউজার-ফ্রেন্ডলি কম্পিউটার সিস্টেম ডেভেলপার ইউজার ইন্টারফেস ডিজাইনে একটি কোর্স গ্রহণ করেছিলেন।
from WizBD.Com
Source url: https://ift.tt/3a3M3JW
Tags: Bangla Jokes, Jobs
পোষ্ট ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পাইজ এ লাইক দিবেন। আমরা সকল পোষ্ট ফেসবুক এ শেয়ার করে থাকি।
Comments
Post a Comment