কম্পিউটার বা ল্যাপটপে স্লো নেট এর সমাধান নিয়ে নিন এবং কিছু ওয়েবসাইট লোড না হওয়ার সমাধান নিয়ে নিন। পর্ব -১

অনেকে মোটামুটি মানের নেট কানেকশন use করার পরেও আশানুরুপ স্পিড পান না,,।

কম্পিউটার এ নেট স্পিড বাড়ানোর জন্য আমি কিছু কৌশল শিখিয়ে দিবো আশাকরি ভালো ফলাফল পাবেন।

আমি এই পোস্টটি ৩ টি পার্ট এ ভাগ করেছি, আজকে ১ম পর্ব।

চলুন শুরু করা যাক ।

প্রথমে আপনার Desktop এর নেটওয়ার্ক আইকনে Right click করুন  ,,  flow Screen shot

 

এরপরে open Network&internet setting

 

এরপরে network &Sharing Center এ ক্লিক করুন

 

এরপরে wi-fi লিখাটাতে ক্লিক করুন।

এরপরে Properties এ ক্লিক করুন

এরপরে এমন অনেকগুলো লিখা বের হবে, আপনি Internet Protocol version 4 (TCP/IPv4) এটায় ক্লিক করে সিলেক্ট করুন এরপরে নিচে হলুদ মার্ক করা Properties লিখাটায় ক্লিক করুন।

 

Properties লিখাটায় ক্লিক করার পরে এমন আসবে, আপনি Use the following DNS Server addresses টা সিলেক্ট করে নিচে

১ম ঘরে দিবেন 8 8 8 8

২য় বক্স টায় দিবেন 8 8 4 4 এটা হচ্ছে google dns ,,  আপনি চাইলে অন্য dns ও use করতে পারেন ।

Dns বসানো শেষ হলে Validate setting upon exit এ ক্লিক করে ok তে ক্লিক করে একটু অপেক্ষা করুন।

একটু পরেই লোড শেষ হলে close করে দিন।

,

এখন নেট চালিয়ে দেখুন।

,

কোথাও না বুঝলে কমেন্ট করুন।

এবং সেইসাথে আপনি চাইলে ফেসবুকে আমাকে নক করতে পারেন। https://web.facebook.com/habibullah.mesbah.52/

,

2nd part খুব শিঘ্রই দিবো…..

ধন্যবাদ সবাইকে।

The post কম্পিউটার বা ল্যাপটপে স্লো নেট এর সমাধান নিয়ে নিন এবং কিছু ওয়েবসাইট লোড না হওয়ার সমাধান নিয়ে নিন। পর্ব -১ appeared first on Trickbd.com.


from Trickbd.com
Source url: https://ift.tt/3gBAiNJ
Tags: Bangla Jokes, Jobs
পোষ্ট ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পাইজ এ লাইক দিবেন। আমরা সকল পোষ্ট ফেসবুক এ শেয়ার করে থাকি।

Comments

Popular posts from this blog

How to add a character counter Tool in Blogger? Complete Tutorial

আর নয় HTML কোড । এবার ওয়াপকিজ ফিসিং সাইট থিম নিয়ে আসলাম ট্রিকবিডিতে!!

How to add One Click Copy all Code from Code Box in Blogger?