৫ টি অস্থির অ্যান্ড্রয়েড অ্যাপ রিভিউ। 5 Useful Android App Review
আসসালামু আলাইকুম, কেমন আছেন ? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি “৫ টি অস্থির অ্যান্ড্রয়েড অ্যাপ রিভিউ। 5 Useful Android App Review ” এর রিভিউ দিবো ।
প্রথমে আমরা অ্যাপ গুলোর নাম একসঙ্গে দেখে নি চলুনঃ
- Privacy Dashboard
- Adguard (Russian Version)
- Swap – No Root
- Who Touch my phone?
- Radio Garden
চলুন এবার রিভিউ শুরু করা যাকঃ
১ম অ্যাপ ঃ Privacy Dashboard
প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন (Click here for dowload)
তারপর অ্যাপ টি ওপেন করবেন। এরপর সবগুলো পারমিশন এলাও করে দিলেই অ্যাপ টি এক্টিভ হয়ে যাবে ।
এই অ্যাপ টির কাজ হলো কোন অ্যাপস আপনাকে না জানিয়ে আপনার গোপনীয়তার অনুমতি নিয়ে যাচ্ছে? এখন আপনাকে এটি করতে হবে না, কারণ গোপনীয়তা ড্যাশবোর্ড এটি ট্র্যাক করবে ।
যেমন ঃ আপনি ক্যামেরা ওপেন করলেন , ক্যামেরা তে কি কি ব্যবহার হচ্ছে তা আপনি উপরের ড্যাশবোর্ডে দেখতে পারবেন
এই ফিচার টি Android 12 এ ইনবিল্ট দিতে চলেছে।
২য় অ্যাপঃ Adguard
প্রথমে এই অ্যাপ ডাউনলোড করে নিন । ( Click here for download)
(বিঃদ্রঃ এটা মোডেড না। এটা অরিজিনাল রাশিয়ান ভারসন ফলে ৯০ দিন বিনামুল্যে ব্যবহার করতে পারবেন।)
এই অ্যাপের সুবিধাঃ আপনি কোনো সাইট ভিজিট করেন অথবা ইউটিউব এ ভিডিও দেখেন তাহলে কোনো অ্যাড দেখতে পারবেন না ।
অ্যাপ ওপেন করার পর Quick Set-up এ ক্লিক দিয়ে আপনার যেকোনো জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে নিন। তারপর পারমিশন গুলো দিয়ে দিন । অ্যাপ এক্টিভ হয়ে যাবে এবং নোটিফেকেশন বারে ভিপিএন এঁর সংকেত শো করবে
৩য় অ্যাপঃ SWAP- NO ROOT
প্রথমে আপনি প্লে-স্টোর থেকে অ্যাপ টি ইন্সটল করে নিন। (Cilck here for download)
এই অ্যাপ এঁর কাজ ঃ ভার্চুয়াল র্যাম বানাতে পারবেন।
কি এই ভার্চুয়াল র্যামঃ ভার্চুয়াল র্যাম এমন একধরনের র্যাম যা আপনার ডিভাইস এর যে হার্ড ডিস্ক বা ইন্টারনাল মেমরি রয়েছে সেটাকে র্যাম হিসাবে ব্যাবহার করে। এই প্রযুক্তিতে আমরা আমাদের মোবাইল বা কম্পিউটার এর ইন্টারনাল মেমরি কে র্যাম হিসাবে ব্যাবহার করতে পারবো।
অ্যাপ টি ওপেন করবেন । তারপর আপনার যেকোনো জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করে OK তে ক্লিক করবেন।
এরপর আপনি যতটুকু র্যাম বাড়াতে চান ওখানে লিখে দিন, তারপর CREATE SWAP এ ক্লিক দিবেন । তাহলে কাজ শেষ। আবার ডিলেট করতে চাইলে DELETE SWAP এ ক্লিক দিয়ে হয়ে যাবে ।
ভার্চুয়াল র্যাম এর অসুবিধাঃ
- আপনার ডিভাইস এর ইন্টারনাল মেমরি কমে যাবে
- র্যাম বাড়লেও কতটুকু বেড়েছে জানতে পারবেন না।
৪র্থ অ্যাপ ঃ Who Touch my phone?
প্রথমে অ্যাপ টি প্লে-স্টোর থেকে ইন্সটল করে নিন। (click here for download)
এই অ্যাপ এঁর কাজঃ আপনার মোবাইল যতবারই আনলোক করবেন ততবারই এই অ্যাপ সামনের ক্যামেরা দিয়ে ছবি তুলে নিবে।
ইন্সটল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন। তারপর ৪ বার NEXT এ ক্লিক করবেন এবং শেষবার FINISH এ ক্লিক করবেন ।
তারপর স্কিনশট অনুযায়ী পাওয়ারব বাটন এ ক্লিক দিয়ে সমস্ত পারমিশন ওলাও করে দিবেন। কাজ শেষ , মোবাইলটি লক করে আনলক করে দেখুন , আপনার ছবি উটে গেছে ।
শেষ অ্যাপ ঃ Radio Garden
প্রথমে প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করে নিন । (click for download)
এই অ্যাপ এর কাজ ঃ আপনি বিশ্বের সমস্ত রেডিও শুনতে পারবেন
ইন্সটল হয়ে গেলে ওপেন করবেন । প্রথমেই যেকোনো একটা রেডিও প্লে হবে। তারপর স্কিনশট অনুযায়ী ড্রাগ করলেই সবগুলো রেডিও ষ্টেশন + সার্চ করার অপশন পেয়ে যাবেন ।
এই ৫টি অ্যাপের রিভিও কেমন হলো অবশ্যই জানাবেন ।
ট্রিকবিডিতে এটি আমার ৩য় পোস্ট।ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। –Md Ibrahim Hossain
↑(আমাকে ফেসবুকে পেতে উপরের নামে ক্লিক করুন)
The post ৫ টি অস্থির অ্যান্ড্রয়েড অ্যাপ রিভিউ। 5 Useful Android App Review appeared first on Trickbd.com.
from Trickbd.com
Source url: https://ift.tt/3D1wr8X
Tags: Bangla Jokes, Jobs
পোষ্ট ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পাইজ এ লাইক দিবেন। আমরা সকল পোষ্ট ফেসবুক এ শেয়ার করে থাকি।
Comments
Post a Comment