নতুন করে জাবা ফোন দিয়ে যে ভাবে WordPress ইনষ্টল করবেন ১০০% working
কেমন আছে সবাই
আশাকরি ভালো আছেন
আর সবসময় ভালো থাকার
জন্য টিকবিডি ডিজিট
করবেন তো আজকে আমি
আপনাদের সাথে শেয়ার
করবো
কি ভাবে
জাবা ফোন দিয়ে WordPress
ইনষ্টল করবেন
আপনাদের যেনো বুজতে
সমস্যা না হয় তাই এই
স্কিনশট গুলো ফলো
করবেন
Needswap.gq এই সাইটে
যেতে হবে
- তার পর Sing
Up লেখা ক্লিক করুন তার পর এখানে আপনার
সব তথ্য দিবেন তার পর এই কোড টা দিয়ে
রেজেষ্টার ক্লিক করবেন
রেজেস্টার হয়ে গেলে
আপনার Gmail.com যান তার পর
next spam box এ যাবেন
এবার দেখুন
এই মেইল টের
নিছে দেখুন আপনার
পাসওয়ার্ড আছে Cpanel
User Name:
Pasword:
সব পাবেন এবং cpanel link ও
পাবেন আপনি ঐ লিংকে
না ঢুকে smarthostasia.ga এখানে যানে
কারন ঐ Cpanel এ লগিন
করতে অনেক সমস্যা হয়
এখান থেকে কোনো
সমস্যা হবেনা
এখানে গিয়ে নিছের
দিকে Cpanel Login দেখতে
পারবেন ঐ টা কিল্ক
করবেন Cpanel
Login করবেন লগিন করা
হলে
একটু নিছে গিয়ে apps installer লেখা
ক্লিক করবেন তার পাসে
W পাসে যে
খানে মাউস টা রাখা আছে
ঐ যাইগাই ক্লিক করবেন
অন্য কোনো যাইগাই ক্লিক
করলে ইনষ্টল হবেনা তার
পর আপনার
সাইটের নাম লেখবেন তার পর সবার
শেষে instal
ক্লিক করবেন এবার দেখুন
ইনষ্টাল হয়ে গেছে next
তার পর আপনার সাইটে
যাবেন একটু নিছের দিগে
login লেখা পাবেন লগিন ক্লিক করে
এখানে লগিন
করবেন
আপনার সাইটের Dasbord এখান থেকে সাইট
ইডেট করবেন
আশা করি
সব কিছু বুজতে পারছেন
কোনো কিছু না বুজে
থাকলে কমেন্টে বলবেন
সমাধান করে দিবো তো
তাহলে ভালো থাকোন সুস্ত
থাকুন টিকবিডির সাথেই
থাকুন আল হাফেজ
The post নতুন করে জাবা ফোন দিয়ে যে ভাবে WordPress ইনষ্টল করবেন ১০০% working appeared first on Trickbd.com.
from Trickbd.com
Source url: https://ift.tt/33hrybH
Tags: Bangla Jokes, Jobs
পোষ্ট ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পাইজ এ লাইক দিবেন। আমরা সকল পোষ্ট ফেসবুক এ শেয়ার করে থাকি।
Comments
Post a Comment