ইউটিউবের সিক্রেট টিপস এবং কৌশল সফলতা তো আসবেই – Youtube tricks
youtube Tricks ইউটিউবের সিক্রেট টিপস এবং কৌশল । সফলতা তো আসবেই । না এসে যাবে কই শুরুতে বলে নিচ্ছি , না পড়লে অনেক কিছু মিস করবেন । হাই আমি মিজান এম আর ল্যবরেটরি থেকে , সবাই বেশির ভাগ ইউটিউব সিক্রেট টিপস খুজে । তাই আজকে লিখতে বসে গেলাম এই বিষয় নিয়ে । প্রথমে সবাইকে আমার সালাম ও হিন্দুদের নমস্কার জানায় । সুকরিয়া জানায় মহান আল্লাহর নিকট যিনি আমাকে আজকে আপনাদের সামনে কিছু লিখার জন্য হায়াত দিয়েছেন ।ইউটিব চেনেল সকলের আছে আশাকরি , সবাই চেনেল খুলতে জানে , টুকি টাকি সেটিং গুলো তো সবাই জানে । আজ আমি খুব গভীর সেটিং নিয়ে আলোচনা করব । আজ আমি ইউটিউবের ২৪ টি পইন্ট নিয়ে কথা বলব । এর মধ্যে আপনার কিছু পরিচিত হতে পারে । এই ২৪ টি পইন্ট আপনি যদি ফলো করেন তাহলে আমি ৯০% বলতে পারব আপনি সফল হবেনই । সফল না হয়ে যাবে কয় । তাহলে মন দিয়ে সব মাথায় ডুকিয়ে নিন । কোন কাজ থাকলে এখন রাখেন । এই টিটোরিয়াল হয়ত আপনাকে সফলতা এনে দিতে পারে । 1. Unique name – ইউনিক নেইম আপনি এমন একটি নাম দিয়ে চেনেল তৈরি করবেন , যে নামে আর কোন ...